পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

- আপডেট সময় : ০৯:৫১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সোমবার বিকেল থেকে আবার স্বাভাবিক হয়েছে। লকডাউনের কারণে এই রুটে প্রথমে ফেরি চলাচল সীমিত করার পর- দিনেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
১৬টি ফেরির মধ্যে ২৪ ঘণ্টায় শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপারের জন্য ৩টি ফেরি নিয়োজিত রাখা হয়। ঘাটে মালামালবাহী শত শত ট্রাক ও ব্যক্তিগত পরিবহন অপেক্ষমান থাকলেও বাকী ফেরিগুলো বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, সারাদেশে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ৩টি ফেরির স্থলে আরো ফেরি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বর্তমানে অন্য কোন যানবাহন না থাকায় শুধু পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। এদিকে সকাল থেকে পাটুরিয়া ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই দু’-তিনটি অ্যাম্বুলেন্সের পাশাপাশি চার-পাঁচশ’ করে যাত্রী পারের চাপ রয়েছে।