পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানজট আজও কমেনি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানজট আজও কমেনি। যমুনা নদীর পানি অব্যাহতভাবে কমতে থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে পণ্যবাহী ট্রাকগুলো পার করতে সময় নিচ্ছে দুই থেকে তিন ঘন্টা। এরপরেও ফেরির অপেক্ষায় থাকতে হচ্ছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের গ্রেজ রিডার ফারুক হোসেন বলেন, বিগত ৭ দিনে যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার কমেছে। ফলে নাব্য সংকটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান, বিআইডব্লিউসির আরিচা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল। সকাল ১১টার দিকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত ও যাত্রীবাহী বাস, দুই টার্মিনাল, মহাসড়ক সংযোগ মোড় মিলে ৬ শতাধিক যানাবাহন ফেরি পারের অপেক্ষায় থাকে। ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী। ফলে চরম দুর্ভোগের শিকার বাস ও ব্যক্তিগত যাত্রী এবং যানবাহনের শত শত শ্রমিক।