পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতলো নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টুয়েন্টি সিরিজ জিতলো নিউজিল্যান্ড। হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
পাকিস্তানের দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখে জয় পায় কিউইরা। এ ম্যাচেও দ্যূতি ছড়িয়েছেন টিম শেইফার্ট। মার্টিন গাপটিলকে ২১ রানে ফিরালেও, আটকানো যায়নি এই ওপেনারকে। শেইফার্টের অপরাজিত ৮৪ রানে সহজ জয় পায় নিউজিল্যান্ড। সঙ্গে ৫৭ রানে অপরাজিত ছিলেন কেন উইলিয়ামসন। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের অপরাজিত ৯৯ রানে ৬ উইকেটে ১৬৩ রান করে পাকিস্তান। রিজওয়ানের অবদান ২২। চার উইকেট নিয়ে ম্যাচ সেরা টিম সাউদি। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মঙ্গলবার মুখোমুখি হবে দু’দল।





















