পাকিস্তানের বিপক্ষে অল আউট বাংলাদেশ

- আপডেট সময় : ০৮:৩৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে অল আউট বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৩৩ রানেই গুড়িয়ে গেল টাইগাররা।
টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপের মুখে খেই হারান দুই ওপেনার তামিম ইকবাল এবং সাইফ হাসান। অভিষেক ম্যাচে সাইফকে শূন্য রানে ফেরান শাহীন আফ্রিদি। মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে তামিম ফেরেন ৩ রানে। এরপর অধিনায়ক মুমিনুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত। ৩০ রানে মুমিনুল ফিরে আবারো চাপে পড়ে বাংলাদেশ। এরপর অভিজ্ঞ মাহমুদুল্লাহর সঙ্গে জুটি গড়েন শান্ত। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ বিকেলে দলকে টেনে তোলার চেষ্টাও করেন ছয় নম্বরে নামা মোহাম্মদ মিঠুন। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু তার আগেই বিদায় নিলেন ৭২ বলে ২৪ রান করা তাইজুল। তাইজুলের পর বিদায় নেন ৬৩ রান করা মিঠুনও। আর শেষ তিনজন ব্যাটসম্যান থেকে আসে মাত্র ১ রান।