পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলায় সাংসদ সদস্য হারুনুর রশীদ সংসদে তোপের মুখে

- আপডেট সময় : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলায় বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ– সংসদে ক্ষমতাসীন দলের এমপিদের তোপের মুখে পড়েছেন।
শনিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট দল প্রসঙ্গে হারুন বলেন, কোনো দেশের প্রতি বিদ্বেষমূলক মনোভাব দেখানো ঠিক নয়। যেখানে প্রধানমন্ত্রীই বলছেন, “বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি হচ্ছে- সব দেশের সাথেই বন্ধুত্ব- কারো সাথে শত্রুতা নয়।” আর শত্রু দেশ হলে তো তাকে আমন্ত্রণ জানানোই প্রথমে অপরাধ হয়েছে। এসময় সরকারি দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন তিনি। হারুন বক্তব্য দেয়ার সময় সরকারি দলের সদস্যরা তুমুল হইচই করে প্রতিবাদ জানান। এতে উত্তপ্ত হয়ে উঠে পুরো সংসদ। এদিকে, ডিজিটাল লেনদেনের নথি ও দলিল ‘সাক্ষ্য বই’ হিসেবে অন্তর্ভুক্ত করতে ‘ব্যাংকার সাক্ষ্য বই বিল-২০২১’ সংসদে পাস হয়েছে। ১৮৯১ সালের এ সংক্রান্ত আইন বাতিল করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নতুন বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে, আইনমন্ত্রী আনিসুল হক ‘সুপ্রিম কোর্টের বিচারকদের ভ্রমণ ভাতা বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন। পরে, তা পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।