পাকিস্তানী স্বপ্নে বিভোর বিএনপিকে সবক্ষেত্রে প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ তথ্যমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পাকিস্তানী স্বপ্নে বিভোর বিএনপিকে সবক্ষেত্রে প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে এমন নির্দেশ দেন তিনি। বলেন, বিএনপি যেহেতু স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে নিজেদের কে প্রমাণ করেছে, তাই তাদেরকে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। ৫১ বছর পরেও হৃদয়ে পাকিস্তানীকে লালন করে বিএনপি মুক্তিযুদ্ধকে অবমাননা করছে বলে দাবি করেন তথ্য মন্ত্রী। তিনি আরো বলেন, আন্দোলন সংগ্রামের নামে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চাচ্ছে। তাদেরকে এ সুযোগ দেয়া হবে না ।