পাকিস্তান সফরের জন্য দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
পাকিস্তান সফরের জন্য দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ানডে ও টি-টুয়েন্টি দল থেকে বাদ পড়েছেন দুই তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল।
দলে জায়গা হয়নি ম্যাথু ওয়েডেরও। এছাড়া পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা ট্র্যাভিস হেডের জায়গা হয়েছে দলে। এদিকে, এই সিরিজে নাম না থাকলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আগামী ৬ এপ্রিল পর্যন্ত আইপিএলের কোনো ম্যাচ খেলতে পারবে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী দেশের খেলা চলাকালে অন্য কোনো টুর্নামেন্টেই অংশ নিতে পারবে না কোন অজি ক্রিকেটার। তাই নিয়ম মেনেই খেলা থেকে বিরত থাকতে হবে তাদের।










