পাকশীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদের আগে পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীর পাকশীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদের আগে পূনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
দুপুরে ঈশ্বরদীর প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উচ্ছেদ আতংকে থাকা মুক্তিযোদ্ধাসহ পাকশী এলাকার সাধারণ মানুষ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার সদরুল হক সুজা, মুক্তিযোদ্ধা রশিদুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান হবিবুল ইসলাম হব্বুল, জেলা পরিষদ সদস্য ছাইফুল আলম বাবু মন্ডলসহ অনেকে।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবি হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষানবিশ আইনজীবিরা। বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বার কাউন্সিলের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এতে জেলার শিক্ষানবিশ আইনজীবিসহ আইনজীবি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।