পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সমতা এনেছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সমতা এনেছে ভারত। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কোহলির দল। ইংল্যান্ডের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে রেখে জয় পায় ভারত।
আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডের। শূন্য হাতে ফেরেন জস বাটলার। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন জেসন রয় ও ডেভিড মালান। দু’জন মিলে যোগ করেন ৬৩ রান। ২৪ রানে ফিরেন মালান। রয়ের অবদান ৪৬। শেষের দিকে, মরগানের ২৮ ও বেন স্টোকসের ২৪ রানে ৬ উইকেটে ১৬৪ রান তোলে সফরকারীরা। জবাবে শূন্যতে ফিরেন লুকেশ রাহুল। তবে, ইশান কিশান ও বিরাট কোহলি জয়ের পথে রাখেন দলকে। দুজনই তুলেন নেন অর্ধশতক। ৫৬ রানে আউট হন কিশান। তবে, ৭৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। মঙ্গলবার তৃতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।










