পাঁচ বছরেও স্বাভাবিক হয়নি রাঙামাটি শহর ও আন্ত:জেলা সড়ক

- আপডেট সময় : ০২:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
রাঙামাটি শহর ও আন্ত:জেলা সড়কের দেড় শতাধিক স্থান ভাঙ্গনের শিকার হলেও পাঁচ বছরেও তা সংস্কার হয়নি। বরং সড়কের নতুন নতুন জায়গায় দেখা দিচ্ছে ভাঙ্গন।
দেড়শ’ কোটি টাকার সংস্কার শুরু হলেও কাজের ধীরগতিতে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ২০১৭ সালের ১৭ জুন রাঙামাটিতে ঘটে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনা।
এ ঘটনায় ১৪০ জন নিহত হওয়ার পাশাপাশি বিধ্বস্ত হয় জেলার সড়ক যোগাযোগ। প্রায় এক মাস বন্ধ থাকে রাঙামাটির সড়ক যোগাযোগ।
পরে ২০২২-২৩ অর্থ বছরে টেন্ডার প্রক্রিয়া শেষে সংস্কার শুরু হলেও কাজের রয়েছে ধীরগতি। এতে চলতি বর্ষ মৌসুমেও শঙ্কামুক্ত হচ্ছে না সড়কগুলো।
এদিকে গত এক সপ্তাহর বৃষ্টিতে সড়কের নতুন নতুন অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। স্থায়ী সংস্কার না হওয়ায় সড়কের পাশে বসবাসকারীরাও রয়েছেন ঝুঁকিতে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ জানায় পার্বত্য এলাকার নানা বাস্তবতার কারণে প্রকল্পের কাজের ধীরগতি হচ্ছে।
এ ছাড়াও নতুন করে ভাঙ্গন রোধে সড়ক বিভাগ তৎপর রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
সংস্কার কাজ দ্রুত শেষ করার পাশাপাশি, নতুন করে ঝুঁকিপূর্ণ অংশের ভাঙ্গন ঠেকাতে পদক্ষেপ নেয়ার আহবান সংশ্লিষ্টদের।