পাঁচ বছরেও শেষ হয়নি হলি আর্টিজান মামলার বিচারকাজ

- আপডেট সময় : ০১:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পাঁচ বছরেও শেষ হয়নি হলি আর্টিজান বেকারির ভয়ংকর জঙ্গি হামলা মামলার বিচারকাজ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামিরা আপিল করলেও ১৯ মাসে নেই কোনো অগ্রগতি। এদিকে, হলি আর্টিজান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান জানিয়েছেন, আইনশৃংখলাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে জঙ্গি তৎপরতা দমন করা সম্ভব হয়েছে।
২০১৬ সালের পয়লা জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলার পর থেকে দেশে জঙ্গি দমন তৎপরতার কারণে জঙ্গিরা বড় ধরনের হামলার সক্ষমতা হারিয়েছে মত সংশ্লিষ্টদের। ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে এই মামলার বিচারাদেশ দেয়া হয়। পাঁচ বছর আগে ২০১৬ সালের ১জুলাই রাতে জঙ্গি হামলায় হলি আর্টিজান তছনছ হয়ে যায়। গুলি চালিয়ে, কুপিয়ে, ভারি অস্ত্রে আঘাত করে জঙ্গিরা হত্যা করে গর্ভবতী নারী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, উন্নয়ন সহযোগী বিদেশী নাগরিকদের। সেদিন দেশি-বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। প্রথম দফায় ঘটনাস্থলে পুলিশ অভিযান চালাতে গেলে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। হামলার ব্যাপকতা দেখে একে একে যুক্ত হয় রেব, বিজিবি, নেভি কমান্ডো ও সেনাবাহিনী। পরে অপারেশেন থান্ডারবোল্ট পরিচালনার মধ্য দিয়ে শেষ হয় ১২ ঘন্টার শ্বাসরুদ্ধ কর জিম্মিদশা। নিহত হয় সব হামলাকারীরা। এছাড়া পরবর্তীতে বিভিন্ন সময়ে অভিযানে মারা যায় আরও ১৩ জঙ্গি।