পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, চাকরি হারাবেন না কর্মীরা: গভর্নর
- আপডেট সময় : ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ২৮৩০ বার পড়া হয়েছে
দেশের বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খুব শিগগিরই এ প্রক্রিয়া বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আজ রবিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গভর্নর বলেন, “বাজার স্থিতিশীল রাখা এবং গ্রাহকের আস্থা রক্ষার স্বার্থে আমরা পাঁচটি ইসলামী ব্যাংক কে একীভূত করার উদ্যোগ নিয়েছি। তবে এ সিদ্ধান্তের ফলে কোনো কর্মী চাকরি হারাবেন না।”
তিনি আরও বলেন, “চাকরি সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। একীভূত ব্যাংকের কাঠামো এমনভাবে তৈরি করা হবে, যাতে মানবসম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা যায়।”
তবে কোন কোন ব্যাংক এই একীভূত প্রক্রিয়ার আওতায় আসছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। গভর্নর জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নাম খুব শিগগিরই প্রকাশ করা হবে এবং তাদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও যাচাই-বাছাই চলছে।
গভর্নর আশাবাদ ব্যক্ত করেন, একীভূতকরণের মাধ্যমে ব্যাংকিং খাতের সুশাসন ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, যা অর্থনীতির সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দেশের কিছু ইসলামী ব্যাংকের ওপর ঋণ বিতরণ অনিয়ম, তারল্য ঘাটতিসহ নানা অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংক এসব পরিস্থিতি মোকাবিলায় ধারাবাহিক সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এবারের একীভূতকরণ প্রক্রিয়াকে ওই কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।
















