পশ্চিমবঙ্গে উপ-নির্বাচনে মমতার বিপক্ষে লড়বে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা

- আপডেট সময় : ০৭:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুরের উপ-নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপির হয়ে মমতার বিপক্ষে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। এ ছাড়া এই কেন্দ্রে সিপিএম প্রার্থী হচ্ছেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস।
আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল জানানো হবে ৩ অক্টোবর। গেল নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিশাল জয় পান। টানা তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হন তিনি। তবে নিজে প্রার্থী হওয়া নন্দীগ্রাম আসনে এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। আর সেকারণে মুখ্যমন্ত্রী থাকতে গেলে উপনির্বাচনে জয় নিয়ে ফিরতে হবে তাকে। বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী মারা যান। এ দুই আসনেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণাও হবে ৩ অক্টোবর।