পশুর কেনার পাশাপাশি এখন কোরবানির মাংস কাটার সরঞ্জামাদি কেনাকাটায়ও ব্যস্ত ক্রেতারা
- আপডেট সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
ঈদে কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো ও মাংস কাটার জন্য প্রয়োজন ছুরি-চাকু, চাপাতি, বটি, দা, কাঠের গুড়ি, হোগলাসহ বিভিন্ন উপকরণ। তাই পশুর কেনার পাশাপাশি এখন কোরবানির মাংস কাটার সরঞ্জামাদি কেনাকাটায়ও ব্যস্ত ক্রেতারা।
এভাবেই কাটা হবে কোরবানির পশুর মাংস।
কোরবানির পশু জবাই করতে প্রথমেই দরকার পড়ে ধারালো ছুরির। এরপর পশুর চামড়া ছিলে মাংস কাটতে দরকার হয় দা-বটির। তাই এসব জিনিসপত্রের চাহিদা এখন বেশি। আর তাইতো ঈদের আগের দিন এসব দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
বিক্রি হচ্ছে ছুরি-চাকু, চাপাতি, বটি, দা, কাঠের গুড়ি, হোগলা সহ লোহার তৈরি বিভিন্ন উপকরণ। বড়দের পাশাপাশি এসেছে ছোট্টরাও ক্রয় করতে।
ঈদের এই সময় খুব ভালো বেচাকেনা হয়। ঈদ এলেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা বাড়িয়ে দেয় দাম।
এবার মাংস কাটা ও চামড়া ছড়ানোর সরঞ্জামের দাম আগের চেয়ে বেশি। ঈদের কারণে বাধ্য হয়ে বেশি দামে সরঞ্জাম কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা।





















