পল্লবী থানায় বিস্ফোরণের পেছনে জঙ্গি হামলার কোনও সংযোগ নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের পেছনে জঙ্গি হামলার কোনও সংযোগ নেই। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, যাদের আটক করা হয়েছে তারা ডাকাত দলের অথবা ছিনতাইকারী দলের সদস্য হতে পারে । তাদের কাছে থাকা কিছু একটার বিস্ফোরণ হয়েছে। তারপরও তদন্ত হবে। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা কোনও জঙ্গি গ্রুপের সদস্য নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি ।