পর্যটন সংশ্লিষ্ট প্রায় ৪০ লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে
 
																
								
							
                                - আপডেট সময় : ০৮:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
করোনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত থেকে গেছে পর্যটন খাত। ফলে পর্যটন সংশ্লিষ্ট প্রায় ৪০ লাখ মানুষের জীবন-জীবিকা আজ হুমকির মুখে। আলোচনা সভায় এ কথা জানায় ট্যুরিজম এণ্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়ীজ ফেডারেশন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আগামী বাজেটে পর্যাপ্ত বরাদ্দ এবং পর্যটন খাতের উন্নয়নে স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনকে সময়ের দাবী উল্লেখ করে বিবেচনার আহ্বান জানান।
করোনার ধাক্কায় ক্ষতিগ্রস্ত দেশের অন্যতম খাত পর্যটন। করোনার প্রথম ঢেউয়ে টানা ৫ মাস বন্ধ থাকার পর দ্বিতীয় ঢেউয়ে চলছে মন্দা। ফলে জীবন-জীবিকা সামলাতে হিমশিম খাচ্ছেন পর্যটন সংশ্লিষ্ট প্রায় ৪০ লাখ মানুষ।
এমন পরিস্থিতিতে ৩ জুন সংসদে উত্থাপিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম এণ্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়ীজ ফেডারেশন। শুরুতেই পর্যটনখাতের উন্নয়নে অপর্যাপ্ত বরাদ্দের সমালোচনা করেন সংগঠনটির আহ্বায়ক।
এসময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক অভিযোগ করেন সরকার পর্যটনখাতের উন্নয়নের কথা বললেও কার্যত নেই সুনির্দিষ্ট কোন পরিকল্পনা।
প্রস্তাবিত বাজেটে বরাদ্দ অর্থের ৮০শতাংশ ব্যয় হবে বেসরকারি বিমানের সংরক্ষণাবেক্ষণ কাজে এবং বাকি অর্থ ব্যয় হয় বেতন ভাতায়। তাই পর্যটন খাতের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়া প্রয়োজন বলেও মত দেন বক্তারা।

 
																			 
																		

























