পর্যটকে মুখরিত খাগড়াছড়ির সাজেক ভ্যালি

- আপডেট সময় : ০৫:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনার কঠোর বিধিনিষেধ তুলে নেয়ার পর পার্বত্য জেলা খাগড়াছড়ি এখন মুখরিত হাজারো পর্যটকের পদচারনায়। খাগড়াছড়ির সবুজ পাহাড় ও প্রকৃতি দেখে মুগ্ধ তারা। দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমানে পর্যটক পেয়ে খুশি হোটেল মালিকরাও।
সবুজ পাহাড়, গাছপালা, লতা-গুল্ম, ঝর্ণা, গতিশীল নদী এবং ক্ষুদ্র-ক্ষুদ্র জাতিগোষ্টীর বৈচিত্র্যময় জীবন-সংস্কৃতির কারণে পর্যটকদের কাছে সবসময় আকর্ষণীয় খাগড়াছড়ি। পাহাড়ের বিভিন্ন স্থানে গড়ে ওঠা এই পর্যটন স্পট সহজেই দৃষ্টি কাড়ে পর্যটকদের। জেলায় হর্টিকালচার পার্ক, আলুটিলার প্রাকৃতিক গুহা, রিছাং ঝর্না, তৈদুছড়া ঝর্নাসহ রয়েছে শতাধিক মনোরম পর্যটন কেন্দ্র। পাশাপাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সাজেক। ছুটি বা অবসর পেলেই প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন পাহাড়ে।
খাগড়াছড়ি ও সাজেকের প্রায় সব হোটেলই অতিথিতে পরিপূর্ণ। পর্যটকদের পদচারণায় এখন সাজ-সাজ অবস্থা। নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা।পুলিশ সুপার জানান, দেশী-বিদেশী পর্যটকদের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রয়েছে বাড়তি টহল।
পর্যটক আকৃষ্ট করতে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে ঝুলন্ত ব্রিজসহ হাতে নেয়া হয়েছে নানা উন্নয়ন কর্মকাণ্ড। এতে করে পর্যটকদের আনন্দ উচ্ছাস আরো বাড়বে বলে জানান জেলাপ্রশাসক।
ভবিষ্যতে সাজেক হতে পারে পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান।