পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙামাটির সব পর্যটন স্পট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙামাটির সব পর্যটন স্পট।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার থেকে জেলায় পর্যটকের চাপ থাকে অনেকটাই বেশি। দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় পর্যটকের সংখ্যা বাড়ছে বলে জানায় সংশ্লিষ্টরা। রাঙামাটির হোটেলে মোটেলগুলোতে কোন সিট খালি নাই। শনিবার সকালেও রাঙামাটিতে পর্যটকদের ভীড় ছিল চোখে পড়ার মতো।এদিকে, পর্যটক বাড়তে থাকায় চাঙ্গা হয়েছে ঝিমিয়ে পড়া রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা। এদিক, পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

















