পর্যটকদের নতুন আকর্ষণ রাঙামাটির ঘাগড়া ঝর্ণা

- আপডেট সময় : ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১৫১০ বার পড়া হয়েছে
রাঙামাটির পর্যটকদের জন্য নতুন আকর্ষণ ঘাগড়া ঝর্ণা। বর্ষার বৃষ্টিতে ঝর্ণাটির এখন ভরা যৌবন। রাঙামাটি শহরের অদূরে অবস্থিত পাহাড়ি এ ঝর্ণা দেখতে প্রতিদিন ভীড় বাড়ছে মানুষের। সবুজ পাহাড় বেয়ে বয়ে যাওয়া ঝর্ণাধারার নান্দনিক পরিবেশে মেতে উঠেছে পর্যটকরা।
রাঙামাটি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রাম রাঙামাটি সড়কের ঘাগড়া কলাবাগান এলাকার পাশ ঘেষে বয়ে গেছে এক পাহাড়ি ছড়া। ঘন সবুজ পাহাড়ের বাঁকে বাঁকে বয়ে যাওয়া পাহাড়ি এ ছড়া দিয়ে আধা কিলোমিটার হেটে গেলে মিলবে এক ঝর্ণার দেখা। কয়েক বছর আগে এ ঝর্ণার সন্ধান মেলে। ধীরে ধীরে এ ঝর্ণার পরিচিত বাড়তে থাকে। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পর ঘাগড়া ঝর্ণাটি আরো চাঙা হয়। ঝর্ণার পাদদেশে গড়ে উঠা প্রাকৃতিক নান্দনিক পরিবেশে মেতে উঠে দর্শনার্থীরা।
মূল শহরের পাশে হওয়ায় ঝর্ণাটিতে সহজে পৌঁছানো যায়। নিরাপত্তা নিশ্চিত সহ ঝর্ণার এলাকাটির উন্নয়নের উদ্যোগ নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
পাহাড়ের আনাচে কানাচে থাকা ছোট বড় ঝর্ণাগুলো সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহবান জানান পরিবেশবাদীরা।