পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল এর গৃহস্থালী পণ্যের ব্র্যান্ড ‘টেল প্লাস্টিকস’ পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করেছে।
সকালে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন।
ঢাকা রাউন্ড টেবিল ও কক্সবাজার টুরিস্ট পুলিশের সহযোগীগিতায় এ আয়োজনে আরএফএল গ্রুপের প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা অংগ্রহণ করেন।অংশগ্রহণকারীরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলা পয়েন্ট পর্যন্ত সৈকতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন।দেশের শীর্ষ স্থানীয় শিল্পগ্রুপ হিসেবে আরএফএলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই দেশের বিভিন্ন জেলায় এমন কাজ অবাহত রেখেছে বলেও জানানো হয়।