পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৮০৮ বার পড়া হয়েছে
পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য তত্ত্বাবধায়ক সরকারে ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সেইফ এক্সিট পেতে নির্বাচন ছাড়া কোন গতি নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর বিআইসিসিতে মেট্রোরেল লাইন-১ চুক্তি স্বাক্ষর শেষে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্বের অন্য দেশে যে পন্থায় নির্বাচন হয়, বাংলাদেশে তার ব্যতিক্রম হবে না। লাঠিসোটা আর অগ্নিসন্ত্রাসের যে আভাস বিএনপি দিচ্ছে তা ভালো লক্ষ্মণ নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।