পরাজয় নিশ্চিত জেনে ইভিএম ইস্যুতে সিটি নির্বাচন বিতর্কিত করতে চায় বিএনপি
 
																
								
							
                                - আপডেট সময় : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বিএনপি ঢাকার দুই সিটিতে নিশ্চিত পরাজয় জেনে, ইভিএম ইস্যুতে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বরসতী পুজাকে কেন্দ্র করে নির্বাচনের তারিখ পরিবর্তন, ইসির এখতিয়ার বলেও জানান তিনি। তবে, পরিবর্তন হলে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলেও জানান ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
হিন্দু ধর্মালম্বীদের স্বরসতী পুজার দিনেই, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে। এ নিয়ে তৈরি সংকটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। এতে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন— সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন নিয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে হিন্দু ধর্মালম্বীদের বিষয় বিবেচনায় কমিশনকে যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি।
দুই সিটিতে আওয়ামী লীগের স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটা দেখে নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি ইভিএম নিয়ে কথা বলছে বলে– অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশের মানুষ বোকা নয়। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের জনগণ ভোট দিবে বলেও আশা করেন ওবায়দুল কাদের।

 
																			 
																		










