পবিত্র শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা
- আপডেট সময় : ০২:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
পবিত্র কোরআন শরিফ তিলাওয়াত, জিকির-আসকার আর নফল নামাজ আদায়ের মধ্যদিয়ে বান্দাদের ভাগ্য নির্ধারণের মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের মহিমান্বিত আজকের রজনীতে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করছেন তারা।
শবে বরাত, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ভাগ্য নির্ধারণের পবিত্র রজনী। এই রাতে পরম করুণাময় আল্লাহ তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার। এই ভাগ্য রজনী জানান দেয়, পবিত্র রমজান মাসের আগমনী বার্তা। শবে বরাত উপলক্ষে নফল রোজা ও নফল নামাজের মধ্য দিয়ে মূলত মুসল্লিরা রমজানের প্রস্তুতি নেওয়ার সুযোগ পান। করোনা পরিস্থিতির কারণে, এই রাতে মসজিদে না গিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা বাড়িতে বসেই ইবাদত বন্দেগী করেন। সাধারণত এই রাতে অনেকেই কবরস্থানে গিয়ে মৃত আপনজনদের রুহের মাগফিরাত কামনা করেন। সরকারি বিধি নিষেধের কারণে সেখানে কাউকে ভিড় করতে দেয়া হয়নি। আলেমরা জানান, ১৪ শাবান সূর্যাস্ত থেকে পরের দিন সুবহে সাদেক পর্যন্ত বান্দার ব্যক্তিগত ইবাদত-বন্দেগি ও জিকির আসকার আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পবিত্র এই রাতে পরম করুণাময় আল্লাহ খুলে রাখেন তাঁর দয়ার ভাণ্ডার।