পবিত্র আল-কোরআনের ২৬টি আয়াত পরিবর্তনের আবেদন করায় তীব্র নিন্দা
- আপডেট সময় : ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী সুপ্রিমকোর্টে পবিত্র আল-কোরআনের ২৬টি আয়াত পরিবর্তনের আবেদন করায় তীব্র নিন্দা জানিয়েছে উপমহাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান- দারুল উলুম দেওবন্দ।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। এতে কোরআন শরীফে পরিবর্তন দাবিকারী কেউ মুসলমান থাকতে পারে না বলে জানান তিনি। বিবৃতিতে বলা হয়, অবতীর্ণ হওয়ার পর থেকে এ পর্যন্ত কোরআন শরিফের একটি আয়াত– এমনকি একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কেয়ামত পর্যন্ত কেউ তা পরিবর্তন করতেও পারবে না। আল-কোরআন পরিবর্তনের ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। ভিন্ন ধর্মীয় কেউ সুকৌশলে পেছনে থেকে অসুদ্দেশ্যে এই ফেতনা সৃষ্টি করছে। আর পাগল ছাড়া কেউ এমন দাবি করবে না এবং পাগলের কথা কোনো আদালত আয়ত্তেও নিতে পারে না। অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল’ বোর্ডসহ আরও অনেক মুসলিম সংগঠন রিজভীর এই পদক্ষেপের নিন্দা করেছে এবং আদালতের কাছে রিটটি বাতিলের আহ্বান জানিয়েছে।










