পদ্মায় তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে
- আপডেট সময় : ১২:১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
পদ্মায় তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে কয়েক’শ যানবাহন ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়া- দৌলতদিয়া নৌ-রুটে ফেরি পারা-পারে দুই থেকে তিনগুন বেশী সময় লাগছে। ফলে দেশের দক্ষিণ- পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশ পথ পাটুরিয়ায় তীব্র যানজট সৃষ্টি ছে। ঈদের আগে পণ্যবাহী ট্রাক ৫ দিন বন্ধ থাকতে পারে এমন খবরে চাপ কিছুটা বেড়েছে। পাশাপাশি মাওয়ায় নৌরুটে মাঝে মাঝে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়া, নদীতে তীব্র স্রোত আর ফেরি সংকটে এ ঘাট এলাকায় গত কয়েক সপ্তাহ ধরেই প্রায় অচল অবস্থা তৈরি হয়েছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যারয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। লৌহজং টার্নিং পয়েন্ট চ্যানেলের পরিবর্তে নতুন চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে সীমিত আকারে।সকালে রো-রো ও কেটাইপসহ ৫টি ফেরি ধারণ ক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে অতিরিক্ত সময় ব্যয় করে পদ্মা পাড়ি দিচ্ছে। স্রোতের ভেসে আসা পলিতে এ নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প চ্যানেল দিয়ে প্রায় ৫ কিলোমিটার ভাটিতে ঘুরে অতিরিক্ত সময় ব্যয় করে ফেরি চলাচল করছে। নাব্যতা সংকটে এখন বিকল্প চ্যানেলেও ফেরি চলাচল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফলে ঘাটে আটকে পড়েছে কয়েক শতাধিক যানবাহন।























