পদ্মা সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের উপর ২৯তম স্প্যানটি বসানো হয়েছে

- আপডেট সময় : ১০:৫৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের উপর ২৯তম স্প্যানটি বসানো হয়েছে। এই স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৪ হাজার ৩৫০ মিটার। ২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় বসানো হলো ২৯তম স্প্যানটি। এখন সেতুতে বসানো বাকি থাকলো আর মাত্র ১২টি স্প্যান।
সকাল নয়টায় স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু হয়ে প্রায় ২ ঘন্টার কারিগরি কাজ শেষে পৌনে ১১টার দিকে স্প্যানটি বসানো সম্পন্ন হয়। রোববার সকালে স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’র মাধ্যমে নেয়া হয় পদ্মা সেতুর ১৯তম পিলারের কাছে। মূল সেতুর প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, চীনে পদ্মাসেতুর সর্বশেষ দুটি স্প্যানের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে স্প্যান দুটির মালামাল ও যন্ত্রাংশ বাংলাদেশে আসার অপেক্ষায়। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।