পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাতে কোন আইনি বাধা নেই : আইনমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাতে কোন আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। নিজেদের অপকর্ম ও দুর্নীতি থেকে জনগনের দৃষ্টি ঘোরাতেই বিএনপি অভিযোগের আশ্রয় নিচ্ছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
উত্তাল পদ্মার বুকে বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে স্বপ্নের সেতু পদ্মা। চলতি মাসের ২৫ জুন, দেশের ২১ জেলার সঙ্গে সংযোগ স্থাপন কারি ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি উদ্বোধনের ঘোষণা দিয়েছে সরকার। উৎসবের সেই মাহেদ্রক্ষণে কে কে দাওয়াত পাবেন, তা নিয়ে চলছে রাজনৈতিক বিতর্ক।
সেই ধারাবাহিকতায় শনিবার বিএনপি চেয়ারপার্সনকে পদ্মাসেতুর উদ্বোধনি অনুষ্ঠানে দাওয়াত প্রসঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী।
এমন পরিস্থিতিতে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী। তবে অনুষ্ঠান শেষে আলোচনা ছাপিয়ে উঠে আসে খালেদা জিয়াকে দাওয়াতের প্রসঙ্গ।
সরকারের নির্দেশেই জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম চালায় দুদক, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবও দেন আইনমন্ত্রী।
আসন্ন বাজেট অধিবেশনে বিচার বিভাগের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দে সরকার প্রধানের ইতিবাচক মনোভাব রয়েছে বলেও জানান আনিসুল হক।