পদ্মা সেতুকে ঘিরে পর্যটনের প্রমোদ তরী’র উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
মাদারীপুরে পদ্মা সেতুকে ঘিরে পর্যটনের প্রমোদ তরী উদ্বোধন করেছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, ঘাট এলাকায় কর্মরত লঞ্চ, স্পীডবোট ও হোটেল ব্যবসায় কর্মরতদের পদ্মা সেতুর পর্যটন খাতে সম্পৃক্ত করা হবে।
চিফ হুইফ আরো জানান, সরকারের পক্ষ থেকে পদ্মা সেতুকে ঘিরে পর্যটন খাতে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। শিবচরের চরাঞ্চলে ১২ একর জায়গায় দুগ্ধ খামারের কাজ সেনাবাহিনীর তত্তাবধায়নে শুরু হয়েছে। এতে পর্যটনের সাথে ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। পদ্মা সেতু এলাকায় পর্যটনের জন্য জেলার শিবচরের বাংলাবাজার ঘাঁট থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ৪টি ভ্রমণ তরী উদ্বোধনী অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।






















