পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির মিথ্যা গল্প

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির মিথ্যা গল্প’ বানানোর নেপথ্যে থাকা ‘ষড়যন্ত্রকারীদের’ খুঁজে বের করতে সরকারকে কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাঁচ বছর আগে জারি করা রুলের শুনানির পর আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আদালত আগামী ৩০ দিনের মধ্যে সরকারকে এই কমিশন গঠন করতে বলেছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
দুর্নীতি দমন কমিশন- দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। এর আগে সোমবার এ রুলের শুনানির সময় আদালত ‘ষড়যন্ত্র না থাকলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ কেন হল’, এমন প্রশ্ন তোলে।