পথে বসেছে কুষ্টিয়ার মিরপুরের ২০টি পরিবার

- আপডেট সময় : ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ফসলাদিসহ ভোগ দখলে থাকা জমির উপর হটাৎ আশ্রয়ণ প্রকল্প নির্মাণ হওয়ায় পথে বসেছে কুষ্টিয়ার মিরপুরের ২০টি পরিবার। হতাশাগ্রস্ত অনেকেই। প্রতিবাদ করায় জেলও হয়েছে একজনের। তবে সরকারী জমিতেই ঘর নির্মাণ করা হয়েছে, ব্যক্তি মালিকানাধীন জমিতে নয়-এমনটা জানিয়েছেন স্থানীয় ইউএনও। প্রয়োজন হলে জমি লিজ নিতে পারেন, এমন পরামর্শ দিয়েছে প্রশাসন ও সরকারী কৌশলী।
প্রায় ষাটোর্ধ সুফিয়া খাতুন। স্বামী হারিয়েছেন অনেক আগে। পৈত্রিক ২৫ শতক জমি ছিল। প্রতিবছর আউশ-আমন ধান চাষ করে চার মেয়ে নিয়ে সংসার চালাতেন। হটাৎ ইউএনও অফিস সেখানে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করায় এখন তিনি পথের ভিখারি। শারিরিক প্রতিবন্ধী মোস্তাকের ৮ শতক জমিতেও ঘর নির্মাণ করায় এখন দিশেহারা সে। আদালতে চলছে মামলা। প্রতিবাদ করায় জেল খাটতে হয়েছে একজনকে।
মিরপুর বীজ নগর এলাকায় সবুজ ফসলের মাঠে গত ৬ মাসে ৪২টি পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়। কোন হটকারি সিদ্ধান্ত না নিয়ে সঠিক সম্মিলিত উদ্যাগের কথা জানান এই শিক্ষক।
জোর করার প্রশ্নই ওঠে না। যারা তাদের জমি বলে দাবি করছে, তাদের কোন বৈধতা নেই। এ সব বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে মুঠোফোনে জানান, এসব সরকারী সম্পত্তি।
মামলার বিষয়টি আদালতে বিচারাধিন। সিন্ধান্ত কি হবে-তা আদালতের ব্যাপার। যেহেতু এটি সরকারের উন্নয়ন কাজ, তাই আদালত কোন নিষেধাজ্ঞা দেয়নি। তবে চাইলে জমির মালিকরা সরকারের কাছ থেকে লিজ নিতে পারেন বলে পরামর্শ দেন এই সরকারি কৌশলী।
অসহায়-ভুমিহীন মানুষের জন্য সরকারের আশ্রায়ণ প্রকল্প ভালো উদ্যোগ। তবে সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও নজর দেয়ার প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।