পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিষপানে আত্মহত্যা করেছে দু’জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিষপানে আত্মহত্যা করেছে দু’জন।
গেলোরাতে রাঙ্গাবালীর টুঙ্গিবাড়িয়ায় এ ঘটনাঘটে। রাজিব বড় বাইজদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে রাবেয়া একই গ্রামের মেয়ে। তারা দুইজন কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি দুই পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে বিরোধ তৈরি হয়। তাদের সম্পর্ক মেনে নেবে না অভিভাবকরা এমনটা জানালে অভিমানে মঙ্গলবার সন্ধ্যায় তারা দুজনেই বিষ খেয়ে আত্মহত্যা করে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে একই এলাকার আলমগীর শেখের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।