পটুয়াখালীর মহিপুরে এক যুবককে অপহরণ করে গাছে বেঁধে নির্যাতন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মহিপুরে এক যুবককে অপহরণ করে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের ২দিন পার হলেও অপহৃত যুবককে উদ্ধার কিংবা অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপহৃত রায়হান মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে রায়হান তার শ্বশুর বাড়ি তালতলির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তার সাথে এক লাখ টাকা, মোটরসাইকেল এবং একটি মোবাইল সেট ছিলো বলে জানায় পরিবারের সদস্যরা। সন্ধায় তার স্ত্রী ফোন করলে মোবাইলের অপরপ্রান্ত থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পায়। এসময় সংযোগ বিচ্ছিন্ন করে ফোনটি বন্ধ করে দেয়া হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। রাতে স্থানীয় শাজাহান শিকদারের মাধ্যমে তার পিতা আবুল কাশেম ফেসবুকে একটি ভিডিও দেখতে পেয়ে পুলিশকে জানান।























