পটুয়াখালীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পক্ষ থকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দুপুরে সুবিদখালী সরকারি কলেজ অডিটোরিয়ামে মির্জাগঞ্জের সুবিধা বঞ্চিত পাঁচ শতাধিক মানুষের মাঝে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুলতান আহমেদ মৃধা বলেন, বঙ্গবন্ধু মানুষের পাশে থেকে স্বাধীনতা এনেছেন। শেখ হাসিনা স্বাধীনতা রক্ষা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলে তার আদর্শের বাস্তবায়ন করছে। সবাইকে বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে দেশকে এগিয়ে নেয়ারও আহবান জানান তিনি। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।