পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ৩ জনের মৃত্যু

- আপডেট সময় : ১০:৫৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / ১৭৭১ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের ২৪ ঘন্টার তান্ডবে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। লন্ডবন্ড হয়েছে পুরো উপকূল। এখনও বিদুৎ বিছিন্ন রয়েছে অধিকাংশ এলাকা। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে শতশত পরিবার।
গত দুইদিনে কালাপাড়ায় জলোচ্ছ্বাসের পানিতে ডুবে শরীফ নামের একজন, দুমকিতে ঘরে উপর গাছ চাপায় করিম আলী নামের একজন ও বাউফলে জরাজীর্ণ ঘর চাপায় জয়নাল হাওলাদার নামের একজনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা দুর্যোগ ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সুমন দেবনাথ।জেলা বেরিবাধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত এবং হাজার হাজার পরিবার পানি বন্দী রয়েছে। গাছ পালা উপরে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুকুর ও ঘেরের মাছ বেরিয়ে গেছে। কয়েকশ একর জমি পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয় ধাপে জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে জেলা প্রশাসন।