পঞ্চগড়ের ঐতিহাসিক টাঙ্গন নদীতে ফিরছে নতুন জীবন

- আপডেট সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহাসিক টাঙ্গন নদীতে ফিরছে নতুন জীবন। খনন করার ফলে পানিপ্রবাহ বাড়ায় নদীতে মিলছে দেশি মাছ। বাড়ছে জীববৈচিত্র্য। স্থানীয়রা বলছেন, ভরাট হয়ে যাওয়া এই নদীতে একসময় চাষাবাদ শুরু হয়েছিল। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের পঞ্চগড় রিজিয়ন এই নদী খননের কাজ করেছে।
নদীর দুই পাড়ের গ্রামগুলোর কৃষকরা কৃষিকাজসহ নানা কাজে ব্যবহার করতো এই নদীর পানি। কিন্তু গত কয়েকদশক আগে শুকিয়ে যেতে থাকে টাঙ্গন। স্রোত হারিয়ে গিয়ে একসময় সমতল ভূমিতে পরিনত হয়। স্থানীয় কৃষকরা নদীতে চাষাবাদ শুরু করেন। নদী হারিয়ে যাবার ফলে পরিবেশে বিরুপ প্রভাব পড়ে। জলের সংকটে পড়ে চাষিরা। নদী হারিয়ে যাবার ফলে সেলো সেচ দিয়ে কৃষি কাজ করার জন্য ব্যায় বেড়ে যায়। বরেন্দ্র কর্তৃপক্ষের উদ্যোগে নদীটি খনন করায় নদীটিতে ফিরে এসেছে নাব্যতা; ফিরেছে হারানো নদীটির সেই পুরোনো যৌবন।
স্থানীয়রা বলছেন, নদীটি খনন করায় ফসলের ক্ষেতে সেচ দেয়ার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের উৎসে পরিণত হবে নদীটি।
নদীটি খনন করায় পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে বলে জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।
জেলার উপর দিয়ে প্রবাহিত অপর ৩২ টি মৌসুমী নদীও এখন মরা খালে পরিণত হতে চলেছে। এসব নদী খনন করা তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।