পঞ্চগড়ে শসার ভালো দাম না পাওয়ায় লোকশানে চাষিরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এবার শসার বাম্পার ফলন হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় স্থানীয় বাজারেও কমে গেছে এর চাহিদা। ভালো দাম না পাওয়ায় বড় ধরনের লোকশানে পড়ছে জেলার চাষিরা।
পঞ্চগড় জেলায় প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন এলাকায় শসার চাষ করা হয়েছে। আর আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলন হয়েছে। জেলায় এবার ২১০ হেক্টর জমিতে শসার চাষ হয়েছে। উৎপাদন প্রায় ১০ হাজার টন ধরা হয়েছে।
রমজান শেষে চাহিদা কমে গেছে ফলে ৪০ টাকা দরের শসা দাম এখন অনেক কম। উৎপাদিত ফলন বিক্রি নিয়ে বিপাকে কৃষকরা।
ব্যবসায়ীরা বলছেন-বাজারে নাম মাত্র ১ টাকা মূল্যে বিক্রি হচ্ছ শসা।
কৃষি বিভাগ জানিয়েছেন- তাপমাত্রা বেড়ে গরম বাড়লে শসার চাহিদা বাড়বে বৃদ্ধি পাবে দাম। সেই প্রত্যাশায় আছে চাষীরা।