পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মতবিনিময় ও প্রতিবাদ সভা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মতবিনিময় ও প্রতিবাদ সভা করেছে ক্ষুদ্র চাষিরা। দুপুরে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্তমঞ্চে এ সভা করে ক্ষুদ্র চা-চাষি অধিকার বাস্তবায়ন কমিটি।
বিক্ষুব্ধ চাষিরা জানায়, চলতি বছর মৌসুমের শুরু থেকে কারখানাগুলো প্রতিকেজি কাঁচা চা পাতা ২০-২২ টাকা দরে কিনে। কিন্তু, এখন তারা ১২-১৩ টাকা দরেও কিনছে না। তাদের অভিযোগ, চা পাতা তুলে বিক্রি করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়ছেন তারা। সংগঠনের আহ্বায়ক সায়েদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.স.ম নূরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।