পঞ্চগড়, নেত্রকোনা ও কুষ্টিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
পঞ্চগড়, নেত্রকোনা ও কুষ্টিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে পঞ্চগড় জেলার সদর উপজেলার হাফিবাদ ইউনিয়নের তালমায় ‘আমরাই কিংবদন্তী’ নামে একটি অনলাইন ভিত্তিক গ্রুপের উদ্যাগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় গরীব, অসহায় ও শীতার্ত ১ হাজার মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় মাস্ক ও শিশুদের জন্য বেবি লোশন বিতরণ করা হয়।
নেত্রকোনায় শীতার্ত অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বোডের বাজারে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের ৬ষ্ট ব্যাচের ছাত্র-ছাত্রীরা ও রেডক্রিসেন্ট সোসাটি এগিয়ে এসেছে। প্রায় শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন