পঞ্চগড়ে বন্ধ রয়েছে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম

- আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৫১০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম। সমাজ সেবা কার্যালয়ের উদাসীনতা আর পরিকল্পনার অভাবে জেলার দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা জ্ঞানের আলো থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা বলছেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জ্ঞানচক্ষু দেয়ার পরিবর্তে এখন প্রতিষ্ঠানটি নিজেই দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। জেলা সমাজ সেবা কার্যালয় বলছেন, প্রতিষ্ঠানটি সচল করতে রিসোর্স শিক্ষকসহ অন্য শুন্যপদে জনবল পাওয়া গেলে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করা হবে।
১৯৯৬ সালে পঞ্চগড়ের কমলাপুর গ্রামে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা চালু করে সরকার। সরকারি বই ব্রেইল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বসিত হয় দৃষ্টি প্রতিবন্ধী শিশুসহ তাদের অভিভাবকরা। কিন্তু সংশ্লিষ্টদের অবস্থাপনা, রিসোর্স শিক্ষকসহ অন্য পদে জনবল না থাকা এবং পরিকল্পনার অভাবে তাদের সেই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে একজন নৈশপ্রহরী ভবনটি দেখভাল করছেন মাত্র।
স্থানীয়রা বলছেন, গাফিলতির দায় সমাজসেবা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এড়াতে পারে না।
কার্যক্রম না থাকায় প্রতিষ্ঠানটিতে ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে বলে জানান, একই ক্যম্পাসে থাকা কমলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জনবল সংকটের কারণে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে বলে জানান, প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত দায়িত্বে থাকা এ রিসোর্স শিক্ষক।
প্রতিষ্ঠানটি পুনরায় চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানালেন জেলা সমাজসেবা কার্যালয়ের এ শীর্ষ কর্মকর্তা।
শিক্ষা প্রতিষ্ঠানটিতে ২০ জন শিক্ষার্থীর আবাসিক সুবিধাসহ খাবার বাবদ জন প্রতি মাসিক ৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।