পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ দুইজন নিহত

- আপডেট সময় : ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৫৫১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হন তিনজন। অন্যদিকে, গোপালগঞ্জে বাসের ধাক্কায় মারা গেছেন দুইভাই।
পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ অটোরিক্সার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। গেলরাতে পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের তিনমাইল এলাকায় এ ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাস একই পাশের একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। গুরুতর আহত পাঁচজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক আহমদ ও শিশু ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ভাই নিহত হয়েছে। গেলরাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেরার ডুমদিয়া নামক স্থানে এই দুর্টনা ঘটে। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রোমান মোল্লা জানান, গেলরাত ১০টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুলাল খান ঘটানাস্থলেই নিহত হন। পরে আহত অবস্থায় তার আরেক ভাই মোটরসাইকেলের চালক রুহুল আমিন খানকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান।