নয়াদিল্লিতে আজ প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
নয়াদিল্লিতে আজ প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত। দুই বছর পর আয়োজিত চতুর্থবারের এই সংলাপে দু’দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, সংলাপে বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নেতৃত্ব দেবেন। আর, ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রতিরক্ষা খাতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। এই সংলাপে তা আরও জোরদার হবে বলে আশা করেন তিনি।