নড়াইলের কালিয়া উপজেলায় ছাত্রলীগের দুই গ্রুপের বিজয় মিছিল বন্ধে ১৪৪ ধারা জারি

- আপডেট সময় : ০৪:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ছাত্রলীগের দুই গ্রুপ নড়াইলের কালিয়া উপজেলায় একই সময়ে বিজয় মিছিলের আয়োজন করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে টহল জোরদারে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকাল ১১টা থেকে ডাকা এই ধারা বলবত থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কালিয়া উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা জানান, ছাত্রলীগ কালিয়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি এবং পুরাতন কমিটি বিকালে কালিয়া বাজারে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। সর্বসাধারণের নিরাপত্তার কথা বিবেচনায় এনেই এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে সকল প্রকার সভা, সমাবেশে, মিছিল, পাঁচশতাধিক ব্যক্তির জমায়েত, মোটর সাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যে কোন ধরনের অস্ত্র, লাঠিসোটা, গোলাবারুদ, বিস্ফোরকদ্রব্য বহন, মাইক ও যে কোন শব্দযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।