নড়াইলে পরকীয়া প্রেমের জেরে হত্যার দায়ে একব্যক্তিকে যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৭৭০ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে পরকীয়া প্রেমের জেরে একব্যক্তিকে হত্যার দায়ে পলাশ মিনাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি পলাশ মিনা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় ভূক্তভোগী ঠান্ডু সরদারকে মোবাইল ফোনে ডেকে নেয় আসামি পলাশ মিনা। রাতে ঠান্ডু সরদার বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে পাওয়া যায়নি তাকে। পরেরদিন দুপুরে ইতনা বালিকা বিদ্যালয়ের পাশের ক্ষেত থেকে ঠান্ডুর মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামি পলাশ মিনা ঠান্ডু সরদারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ঠান্ডুর মা গোলাপী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।



























