নড়াইলে কৃষক হত্যা মামলায় এক যুবকের ফাঁসির আদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
নড়াইলে কৃষক হত্যা মামলায় এক যুবকের ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ জুলাই দুপুরে নড়াইলের ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ তার শিশুপুত্রকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাড়ি ফিরছিলেন। এসময় মাথাভাঙ্গা ব্রীজের ওপরে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে মফি শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা খাতুন সদর থানায় মামলা করেন। ৬ আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দু’জনকে খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামীরা।