নৌপথ স্বাভাবিক, মহাসড়কে বেড়েছে বাড়ি ফেরা মানুষের চাপ

- আপডেট সময় : ০৫:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ভোর থেকে চলছে ছোট-বড় ১৪টি ফেরি। সকাল থেকে অনেকটাই স্বাভাবিক রয়েছে শিমুলিয়া ঘাটের যাত্রী পারাপার। সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটা কমেছে। এদিকে, দেশের মহাসড়কেও বেড়েছে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ। রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনী গাড়ি আটকে দেয়ায় যাত্রীরা পায়ে হেটে চেকপোষ্ট পেরিয়ে নতুন যানে গন্তব্যে ছুটছে।
মঙ্গলবার সকাল থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি চলাচল করছে মাদারীপুরের শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে। সব কটি ফেরি চলাচল করায় কোনো অপেক্ষা ছাড়াই ফেরিতে উঠতে পারছেন যাত্রীরা। ফেরিতেগুলোতে এখনো যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যাই বেশি।
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে পার হচ্ছে আটকে পড়া যাত্রী, প্রাইভেটকার, কাঁচামাল ও পণ্যবাহী ট্রাক। পদ্মা পাড়ি দিয়ে বাংলাবাজার ঘাট থেকে তিনগুণ বেশি ভাড়ায় গন্তব্যে ছুটছেন অনেকে। বাড়ি যেতে যাত্রীরা ব্যবহার করছেন মোটরসাইকেল, থ্রি হুইলার, ইজিবাইকসহ হালকা যানবাহন।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যানবাহনগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ আগের তুলনায় বেশি। ভোর থেকেই প্রাইভেট কার, মোটরসাইকেল, ইজিবাইক, পিকাপসহ অভ্যন্তরীণ জেলার বাস চলাচল শুরু করেছে। মহাসড়কে টহল দিচ্ছে বিজিবি।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইলের চন্দ্রায় ঘরমুখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকাপ ভ্যানে বাড়ি যাচ্ছে। রাস্তায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেক যাত্রীদের।
এক জেলা থেকে অন্য জেলায় ঢোকায়, যাত্রীবাহী বিপুল পরিমান মাইক্রোবাস ও পিকাপ আটক করেছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ।
এদিকে, ফেনীতে নির্দেশনা অমান্য করে চলছে আন্ত:জেলা যাত্রী পরিবহণ। দূরপাল্লার বাস না থাকায় দাপটের সাথে পুরো সড়ক দখলে নিয়েছে ভাড়ায় চালিত ছোট ছোট প্রাইভেট কার ও মাইক্রোবাস।