নৌকা প্রতীকের প্রার্থী রফিকুলের বাড়ি ভেতর প্রবেশ করে চেয়ারসহ কাপড় ও কাঠ দিয়ে তৈরি নৌকা প্রতীক ভাংচুর

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
২৮ নভেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে গাইবান্ধা সুন্দরগঞ্জের ১৫ নম্বর কাপাসিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল আযম সরকারের বাড়ি ভেতর প্রবেশ করে চোয়ারসহ কাপড় ও কাঠ দিয়ে তৈরি নৌকা প্রতীক ভাংচুর করেছে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মঞ্জুর মিয়ার লোকজন।
এসময় রফিকুল আযম সরকারকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন নৌকার প্রার্থী। পরে খবর পেয়ে ঘটনারস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গেল নৌকার প্রার্থী বাড়ির সামন দিয়ে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী সমর্থকরা একটি মিছিল নিয়ে যাচ্ছিল হঠাৎ করে মিছিল থেকে কয়েকজন বাড়ি লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে ও পরে তারা বাড়িতে প্রবেশ করে দরজা জানালা নৌকার প্রতীকসহ শতাধিক চেয়ার ও আসবাদ পত্র ভাংচুর। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় নৌকা প্রার্থী অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।