নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম ও সবুজ মারা গেছেন, আহত হয়েছেন বাচ্চু নামের আরো এক ব্যক্তি।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন বলেন, গেলো বিকেলে উপজেলার ছমিরমুন্সিরহাট এলাকায় বহুতল ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল। এ সময় একটি স্টিলের পাইপ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে সবুজ-নজরুল পাইপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা নেত্রকোনা জেলার পূর্ব দৌলা এলাকার বাসিন্দা এবং তারা স্থাপনার মাটির পরীক্ষার কাজ করতেন।