নোয়াখালীর আঞ্চলিক গানের গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাসেমের চিকিৎসায় সরকারি সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর আঞ্চলিক গানের বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাসেমের চিকিৎসায় সরকারি সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর লিখিত বক্তব্যে বলেন, অধ্যাপক মো. হাসেমের ব্রেইন স্ট্রোক করেছে এবং তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তিনি সংকটাপন্ন অবস্থায় বর্তমানে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসাব্যায় পরিবারের পক্ষে মেটানো সম্ভব হচ্ছে না। তাই সরকার প্রধানের কাছে জনপ্রিয় সংগীত শিল্পী অধ্যাপক মো. হাশেমের সুচিকিৎসার দায়িত্ব নেয়ার আবেদন জানান তারা। অধ্যাপক হাসেম নোয়াখালীর নিজস্ব সংস্কৃতি, লোকজ বিভিন্ন আচার, মুক্তিযুদ্ধের পক্ষে অজস্র জনপ্রিয় গান রচনা করেছেন।