নোয়াখালীতে ২৪১ নারীকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নোয়াখালী পৌরসভার প্রান্তিক ২৪১ হতদরিদ্র নারীকে বিভিন্ন ব্যবসায়িক প্রশিক্ষণ দিয়ে প্রত্যেককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
দুপুরে পৌর কনভেনশন সেন্টারে তাদের হাতে অনুদানের টাকা তুলে দেন মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির অংশ হিসেবে এ অনুদান দেয়া হয়। এসময় বক্তব্য রাখেন, মেয়র শহীদ উল্যাহ্ খান সোহেল, নির্বাহী প্রকৌশলী সুজিত বুড়য়া, প্রকল্পের শহর ব্যবস্থাপক এসএম লিয়াকত আলীসহ অনেকে। বক্তারা বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার প্রান্তিক নারীরা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে।



















