নোয়াখালীতে মুক্তিযোদ্ধা’র পরিবারের উপর হামলার অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সম্পত্তি বিরোধের জেরে নোয়াখালীতে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ভুক্তভোগীর নির্মাণাধীন স্থাপনা ভাংচুর করে সন্ত্রাসীরা।
গেলো রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের মহেশপুর গ্রামের চোয়াতি বাড়িতে এই সন্ত্রাসী হামলা হয়। ভুক্তভোগী হালিমা আক্তার জানান, স্থানীয় সন্ত্রাসী মাহমুদুল ও তার দলবল প্রথমে স্থাপনার ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে মহিলাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। উপায় না পেয়ে ভুক্তভোগী হালিমা আক্তার ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহমুদুল হাসান তার দলবল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন মুক্তিযোদ্ধা পরিবার।